বগুড়ায় গলায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রকাশ : 2022-07-27 19:44:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় গলায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আব্দুর রহিম(৩০) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে একইদিন সন্ধ্যা ৭টার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচ কাথুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম পাঁচকাতুলী গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম।

ওসি জানান, পাঁচ কাথুলী গ্রামের মাসুদ ও আব্দুর রহিমের মধ্যে পূর্ব শত্রুতার বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে মাসুদ ও তার ভাই আব্দুর রাজ্জাক মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাসুদকে ঘিরে ধরে এবং মাসুদের শ্বাসনালীতে চাকু দিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করলে ১১টার দিকে তার মৃত্যু হয়।তিনি আরও জানান, লাশ মর্গে রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।