বগুড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
প্রকাশ : 2023-07-26 18:37:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত )" শীর্ষক কর্মসূচির অধীনে নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, বাংলাদেশ আদিবাসী ফোরাম উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার বাগদী ও সাধারণ সম্পাদক রমনাথ উরাও প্রমুখ।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের ১০০জন ছাত্র-ছাত্রীকে ২৪০০ টাকা করে, উচ্চ বিদ্যালয়ের ৬০জন ছাত্র-ছাত্রীকে ৬০০০ টাকা করে ও কলেজের ৩০জন ছাত্র-ছাত্রীকে ৯৬০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।