বগুড়ায় এক কেজি গাঁজা সহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশ : 2023-05-17 09:59:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় এক কেজি গাঁজা সহ দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মাদক আইনে মামলায় তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের মজিবর প্রামাণিকের ছেলে বায়জিদ প্রামাণিক (২৮) ও আফজাল প্রামাণিকের ছেলে আব্দুল বারিক (৩৫)।

আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের জনৈক ইসরাফিলের বাড়ি সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপরে দুই মাদক কারবারি গাঁজা বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের পর তাদের তল্লাশি করে ১ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।