বগুড়ায় ইউপি নির্বাচনে ২ টি নৌকা ২ টি স্বতন্ত্র বিএনপি
প্রকাশ : 2022-06-15 20:58:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া জেলার চারটি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নিবাচনে চেয়ারম্যান পদে ২ টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দুটিতে স্বতন্ত্র বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয়েছে।
চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন, গাবতলী উপজেলার নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রহমান আলম (নৌকা), সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা ( নৌকা), নন্দীগ্রাম উপজেলার বুড়াইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বিএনপির নেতা জিয়াউর রহমান জিয়া (অটোরিকশা), এবং কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা শাহ মাসুদ হাসান রঞ্জু ( মোটরসাইকেল) প্রতিকে।
বুধবার রাতে বগুড়া জেলা সিনিয়র নিবাচন কমকর্তা হুমায়ন কবীর এসব বিজয়ীদের তথ্য নিশ্চিত করেছেন।