বগুড়ায় আগষ্টের প্রথম প্রহরে পৌর ছাত্রলীগের প্রদীপ প্রজ্জলন

প্রকাশ : 2022-08-01 19:59:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় আগষ্টের প্রথম প্রহরে পৌর ছাত্রলীগের প্রদীপ প্রজ্জলন

১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মম ভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। তাদের স্মরণে বগুড়া পৌর ছাত্রলীগের আয়োজনে রোববার দিবাগত রাতে আগষ্টের প্রথম প্রহরে প্রদীপ প্রজ্জলন করা হয়েছে। আগষ্টের প্রথম প্রহরে শহরের পৌর খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের পরিচালনায় পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা প্রদীপ প্রজ্জলনে অংশ নেন।

প্রদীপ প্রজ্জলনকালে বগুড়া পৌর ছাত্রলীগের সহ সভাপতি আবির হোসেন বিদ্যুৎ, শাফিন, কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী সরকার, আসিফ শেখ, সামি আল সাব্বির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সরকার, জয় কুমার দাস, ইউসুফ আব্দুল্লাহ ইমন, নয়ন অধিকারী, সাখোয়াত, তানিন আহমেদ, দপ্তর সম্পাদক  মোস্তফা আল মামুন, পৌর ছাত্রলীগ নেতা পাপ্পু, নুকু, মোস্তাকিম, অলক, লিপ্ত, কাবির, নীরব, সামিউল, সবুজ, শাকিল, তনু, মিথুন, শান্ত, সুমন, মুন্নাফসহ আরও অনেকে।