বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক নারী নিহত
প্রকাশ : 2023-08-20 14:04:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি (৫০) নামে এক নারী নিহত হয়েছে। নিহত মোমেনা বিবি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের মৃত বুলু মিয়ার স্ত্রী। শনিবার (১৯ আগস্ট) সকালে নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক সড়কের বুড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক সড়কের বুড়ইল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মোমেনা বিবি। শেরপুর থেকে আসা অ্যাম্বুলেন্সের চাকা হঠাৎ পাংচার হয়ে ধাক্কায় দেয় মোমেনা বিবিকে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোমেনা বিবিকে মৃত ঘোষণা করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।