বগুড়ায় অসাম্প্রদায়িকতার নজির স্থাপন করলেন ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত
প্রকাশ : 2023-05-30 18:11:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত এডিপি রাজস্ব উন্নয়ন তহবিল হতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অনুদান প্রদান করেছেন।
সোমবার (২৯ মে) উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের মাটিহাঁস শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, থালতা মাঝগ্রাম ইউনিয়নের চাঁনপুর ঈদগাহ মাঠ, বাঁশো মহাশ্মশান, বড় চাঙ্গুইর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, নিমাইদিঘী দক্ষিণপাড়া মসজিদ ও আগাপুর দক্ষিণপাড়া মসজিদ উন্নয়নের জন্য মোট ১ লাখ ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।
অনুদান প্রদানকালে তাঁর সাথে ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, যুবলীগ নেতা আব্দুল মান্নান মোল্লা, প্রশান্ত কুমার মহন্ত, থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্ত, ইউনিয়ন যুবলীগ নেতা পরিমল চন্দ্র, আব্দুল হাকিম, স্বস্ব প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।