বগুড়ায় অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

প্রকাশ : 2023-06-11 11:00:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ৬ টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক শাহাবুল ইসলাম (২৪) রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মানিক উদ্দিন মন্ডলের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাছ বোঝাই অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালক মারা যায়।কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছে। অটোরিকশা ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।