বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ

প্রকাশ : 2023-07-20 16:28:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

‘মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে বুধবার বিকেলে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক একটি র‍্যালি বের করা হয়। 

নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমানের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

সেসময় উপস্থিত নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, শাহিরুল ইসলাম, আখতারুজ্জামান উজ্জ্বল, নুরুন্নাহার মিষ্টি ও ববিতা বেগম প্রমুখ।