বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি অনুমোদন

প্রকাশ : 2022-10-19 18:20:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি অনুমোদন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম শুভকে আহ্বায়ক এবং ইমিডিয়েট পাস্ট ছাত্রদল সভাপতি আবু হাসানকে সদস্যসচিব করে ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। ১৮ অক্টোবর রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী আন্দোলন সংগ্রামে ব্যাপক ভুমিকা রাখবে এমন একটি সংগঠন প্রতিষ্ঠা করতে নির্দেশনা দেয়া হয়েছে।