বগুড়ার মহিলা দল নেত্রী রনি কারাগারে
প্রকাশ : 2022-07-17 19:32:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর ও কটূক্তিমূলক’ বক্তব্য প্রদানকারী বগুড়ার মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি কে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলা সুত্রে জানা গেছে, গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, অশালীন কথা বলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। তার ঐ বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বেলা ১২ টার দিকে গাবতলী উপজেলা আ’লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির সমর্থকরা মিছিলের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ৩০জন আহত হন। এ ঘটনায় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি, সা: সম্পাদক ও পৌর মেয়র সহ বিএনপির ৫’শতাধিক নেতাকমীর্দের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করে আ’লীগ নেতা আজিজার রহমান পাইকার। মহিলা দল নেত্রীর শাস্তির দাবীতে বগুড়া শহরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ, ওই মহিলা নেত্রীর কুশপুত্তলিকা দাহ সহ নানা কর্মসুচি পালন করেছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। ঐ মামলায় সুরাইয়া জেরিন রনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন। এদিকে রোববার দুপুরে জেলা জজ আদালতে জামিন নিতে আসেন তিনি। মহিলা দল নেত্রী রনি’র আদালতে আসার খবরে জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের নেতৃত্বে নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেয়।
এসময় বিএনপির সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও এম আর ইসলাম স্বাধীনসহ নেতাকর্মীরাও আদালত চত্বরে আসেন। তাদের পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় রনিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বগুড়ার আদালতের পিপি এড. আব্দুল মতিন জানান, গাবতলীতে বিএনপির সমাবেশে শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আ’লীগের মিছিল সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। মহিলা দল নেত্রীর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন আদালতের বিজ্ঞ বিচারক।