বগুড়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশ : 2024-04-06 12:18:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়া সদরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম ফাইন মন্ডল। তিনি বগুড়া সদরের চার মাথা এলাকার বাসিন্দা ও মোটর শ্রমিকের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন পর্যন্ত নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম। তিনি বলেন, বাস ও প্রাইভেট কার সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন।  নিহতদের মধ্যে একজন পরিবহন নেতা ছিলেন। আরও একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি।