ফ্লাইট এক্সপার্ট নিয়ে অভিযোগের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
প্রকাশ : 2025-08-03 13:33:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্লাটফর্ম ফ্লাইট এক্সপার্ট শতকোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলার তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপুল সরকার নামে এক গ্রাহক শনিবার রাতে মতিঝিল থানায় মামলাটি করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন—ফ্লাইট এক্সপার্টের হেড অব ফাইনান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।
অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্লাটফর্ম ফ্লাইট এক্সপার্ট শতকোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলার তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপুল সরকার নামে এক গ্রাহক শনিবার রাতে মতিঝিল থানায় মামলাটি করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন—ফ্লাইট এক্সপার্টের হেড অব ফাইনান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।
এরআগে, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এক ভুক্তভোগী। জিডিতে উল্লেখ করা হয়, গ্রাহকদের ৩০০ কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েমসহ শীর্ষ ৫ কর্মকর্তা সপরিবারে দেশ ছেড়েছেন।
২০১৭ সালে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং ও ভিসা সেবা দিত প্রতিষ্ঠানটি। কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে।