ফেনী সীমান্তে বন্যাদুর্গতদের উদ্ধারে বিজিবি

প্রকাশ : 2024-08-21 13:36:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ফেনী সীমান্তে বন্যাদুর্গতদের উদ্ধারে বিজিবি

ফেনী জেলার সীমান্তবর্তী এলাকার বন্যাদুর্গতদের উদ্ধারে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, গত দুই দিনের ভারী বর্ষণে মহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর পরশুরম, ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার প্রায় ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জাননা, সীমান্তবর্তী গ্রামগুলোতে নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দি মানুষের নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে আসছে বিজিবি। উদ্ধার করা জনসাধারণের মধ্যে বিশুদ্ধ পানি ও জরুরি শুকনা খাবারও বিতরণ করছে বাহিনীটি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির উদ্ধার ও অন্যান্য সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সান