ফেনসিডিলসহ বাগেরহাটে নারী মাদক বিক্রেতা আটক
প্রকাশ : 2022-09-11 19:06:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ ঝর্ণা বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে বরিশাল গামী অনিক ক্লাসিক নামের ধাঁনসিড়ি পরিবহনের একটি বাস থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় তার শরীর ও পায়ে বিশেষ কৌশলে রাখা ৪৫ পিস ফেনসিডিল জব্দ করা হয়।
আটক ঝর্ণা বেগম যশোর জেলার বেনাপোল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের মৃত আবু তালেবের মেয়ে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এসএম আশরাফুল বলেন, যাত্রীবাহী বাস থেকে ৪৫ পিস ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।