ফিফা র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত ব্রাজিল-আর্জেন্টিনা, ফের পেছাল বাংলাদেশ

প্রকাশ : 2021-09-17 08:59:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ফিফা র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত ব্রাজিল-আর্জেন্টিনা, ফের পেছাল বাংলাদেশ

সম্প্রতি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফর্ম খরায় ১৮৮ থেকে ১৮৯ নম্বরে অবনমন হয়েছে জেমি ডে’র শিষ্যদের। অপরিবর্তিত রয়ে গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান।  

বুহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে র‌্যাঙ্কিংয়ের আপডেট দেয় ফিফা। বরাবরের মতোই শীর্ষস্থানে অবস্থান করছে বেলজিয়াম। কাতার বিশ্বকাপ বাছাপর্বের সবগুলো ম্যাচ জিতেও র‌্যাঙ্কিংয়ের দুইয়ে অবস্থান করছে ব্রাজিল।  

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে সময়টা ভালো যায়নি বর্তমান চ্যাম্পিয়নদের। শেষ তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখে ফরাসিরা। আর তাই এক ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের চারে জায়গা হয়েছে তাদের। অপরদিকে বাছাইপর্বে শেষ তিন ম্যাচের দুটিতেই জেতে ইংল্যান্ড। দুর্দান্ত এ পারফরম্যান্সের দরুণ দীর্ঘ ৯ বছর পর র‌্যাঙ্কিংয়ের তিনে ঠাই করে নিয়েছে তারা।  

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই জেতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে তাদের অন্য ম্যাচটি শুরুর পরপরই স্থগিত হয়ে যায়। প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড় কোয়ারেন্টিনের নিয়ম ভেঙেছে বলে অভিযোগ এনে মাঠে নেমে পড়েছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা।

ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি রয়েছে তালিকার ছয়ে। কোপা আমেরিকা জেতার পর বিশ্বকাপ বাছাইয়েও দুর্দান্ত খেলে ছয়েই অবস্থান করছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। এক ধাপ এগিয়ে সাতে পর্তুগাল ও দশে উঠে এসেছে ডেনমার্ক। অপরদিকে এক ধাপ পিছিয়ে গিয়ে স্পেন অবস্থান করছে আটে। নয়ে অপরিবর্তিত থেকে গেছে মেক্সিকো। দুই ধাপ এগিয়ে জার্মানির অবস্থান ১৪ নম্বরে।