ফরিদপুর জেলা বিএনপির শোক র্যালি অনুষ্ঠিত
প্রকাশ : 2022-10-10 18:33:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে এক শোক র্যালি কর্মসূচি পালন করা হয়। আজ সোমবার সকাল ১১ টায় শহরের ব্রহ্ম সমাজ সড়ক থেকে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এ উপলক্ষে একটা শোক র্যালি শহর প্রদক্ষিণ করে।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলি ইসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিতাই রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।