ফরিদপুরে দশ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক
প্রকাশ : 2023-08-07 16:29:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আনুমানিক রাত আটটায় ভাংগা উপজেলাধীন আতাদী এলাকার টোল প্লাজার সামনে থেকে ঢাকা হতে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মোঃ সাকিল(২৩), পিতা-কামাল হোসেন, গ্রাম শশীদল , থানা ব্রাহ্মণ পাড়া , জেলা-কুমিল্লাকে ১০ (দশ) কেজি গাঁজাসহ আটক করা হয়।
জানা যায় আসামি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ভাঙ্গা থানায় বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়।