ফকিরহাট উপজেলার ৭২টি ওর্য়াড ও ৫টি ইউনিয়নে সমাপ্ত হলো আ’লীগের সম্মেলন
প্রকাশ : 2022-11-23 18:51:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রের ধারাবাহিকতা অব্যহত রেখে তৃণমূণকে শক্তিশালী করতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওর্য়াড ও ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে। তৃণমূল পর্যায়ে কর্মী সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন গুলিতে কমিটি পূনঃ গঠন করায় সাংগঠনিক ভীত মজবুত ও সংঘঠিত হয়েছে বলে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ জানিয়েছেন। বাগেরহাট জেলার মধ্যে এই সর্বপ্রথম ফকিরহাট উপজেলায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও সম্মেলনের মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠন করায় দল সংগঠিত হয়েছে। এধারা অব্যাহত রাখতে পারলে তৃনমূলে ঝিমিয়ে থাকা নেতাকর্মিরা আরো সক্রিয় হবেন বলেও তিনি ধারনা করেন।
মঙ্গলবার (২২শে নভেম্বর) সন্ধ্যায় ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৩ নং ওর্য়াডে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূণ পর্যায়ে কমিটি গঠনের সমাপ্তি ঘটে। এ সকল সম্মেলনে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশকে উপস্থিত থেকে গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করতে দেখা গেছে। তৃণমূল পর্যায়ে থাকা ছোট-খাটো বিরোধ ও দুরত্ব মিটিয়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন গুলোর চালিকাশক্তিযোগ্য নেতাদের সাংগঠনিক পদের জন্য সামনে আনা হচ্ছে। বিরোধ নিরসন কাজে মনিটরিং কমিটি নিরলসভাবে কাজ করেছে বলে জানান উপজেলার বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশ।
এছাড়া ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকী ইউনিয়নের কমিটি গঠন শেষ হলে উপজেলা আওয়ামী লীগের কমিটির কাউন্সিল হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফকির দাউদ হায়দার বাবু।
পরীক্ষিত ও নির্ভরযোগ্য কর্মীদের সুযোগ দানের মাধ্যমে দলের তৃণমূল নেতৃত্বকে শক্তিশালী করাই ত্রি-বার্ষিক সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানান উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। অনুষ্ঠিত সম্মেলন গুলোতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগনের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলকে ভোটের মাধ্যমে পরাজিত করার জন্য নেতা-কর্মীদের কাজ করতে বার্তা দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধিরা।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ জানান, নেতৃত্বের বিকেন্দ্রীকরণ, দলীয় গঠনতন্দ্রের ধারাবাহিকতা রক্ষা, নারী নেতৃত্বের বিকাশে শতকরা ১৫ভাগ নারী সদস্য রাখা হচ্ছে ওয়ার্ড কমিটিতে। বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এমপির দিক নির্দেশনা অনুযায়ী ও তৃণমূলের কর্মীদের ইচ্ছা অনুযায়ী যোগ্য ব্যক্তিদের হাতে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। উন্মুক্ত সভায় কর্মীদের পছন্দ অনুযায়ী সভাপতি ও সম্পাদকের নাম প্রস্তাব করে ও তাদের সম্মতিতে নেতা নির্বাচন করা হয়েছে। একই পদে একাধিক লোক প্রার্থী হলে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছে নেতা-কর্মীরা। দলীয় এ কার্যক্রমের ফলে দলের ভেতরে ও বাইরে শৃঙ্খলাবোধ তৈরি হয়েছে এবং বৈচিত্র বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য উপজেলা ৭২টি ওর্য়াড ছাড়াও ১নং বেতাগা, ৮নং শুভদিয়া, ৩নং পিলজংগ, ২নং লখপুর ও ৭নং মুলঘর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।