প্লাজেনকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত জয় বায়ার্নের

প্রকাশ : 2022-10-05 10:09:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্লাজেনকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত জয় বায়ার্নের

ভিক্টোরিয়া প্লাজেনকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে এলিয়েঞ্জ এরেনায় প্লাজেনকে ৫-০ গোলে হারায় জার্মান ক্লাবটি।

ঘরের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে জোড়া গোল করেন লেরয় সানে। একটি করে গোল করেন সাদিও মানে, সের্গে জিনাব্রি ও এরিক মাক্সিম চুপো-মোটিং। করোনা আক্রান্ত হওয়ায় জশুয়া কিমিখ, থমাস মুলার খেলেননি।

এমন জয়ে 'সি' গ্রুপে শীর্ষস্থান দখলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ড গড়েছে জুলিয়েন নাগেলসম্যানের দল। রিয়াল মাদ্রিদের রেকর্ড পেছনে ফেলে এখন এই টুর্নামেন্টে গ্রুপপর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন।

রাতের ম্যাচটিতে প্লাজেনের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বায়ার্ন। ম্যাচে ৭১ ভাগ বলই ছিল তাদের দখলে। খেলা শুরুর সাত মিনিটের মাথায় লেরয় সানের গোলে এগিয়ে যায় বায়ার্ন।

৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সার্জে জিনাব্রি। ২১ মিনিটে একটি করে ব্যবধান ৩-০ করেন সাদিও মানে। চার মিনিট পর জামাল মুসিয়ালা গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। তা নাহলে বিরতির আগেই এক হালি গোল পেয়ে যেতো স্বাগতিকরা।

দাপট ধরে রেখে দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মধ্যে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফেলে বুন্দেসলিগার ক্লাবটি।৫০তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় ও আসরে চতুর্থ গোলের দেখা পান সানে। মানের ক্রস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।

৫৯তম মিনিটে গোরেটস্কার পাস ধরে স্কোরলাইন ৫-০ করেন দ্বিতীয়ার্ধে মুসিয়ালার বদলি নামা চুপো মটিং। ক্লাবের হয়ে ২২৭ দিনের গোল খরা কাটালেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।এই জয়ে দারুণ কীর্তি গড়ে বায়ার্ন মিউনিখ। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল তারা।

চেক রিপাবলিকের ক্লাব প্লাজেনের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই নিয়ে পাঁচ ম্যাচ খেলে সবগুলোই জিতল মিউনিখের দলটি।৩ ম্যাচের ৩টিই জিতে ৯ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ।