প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের অংশগ্রহনের দাবীতে মানববন্ধন
প্রকাশ : 2025-07-21 14:15:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শিশুদের জন্য শিক্ষা কোনো করুণা নয়, এটি একটি মৌলিক অধিকার। অথচ সেই অধিকারের পথে তৈরি হচ্ছে অদৃশ্য এক দেয়াল। আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর দেশের বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক স্তরের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষায় অংশ নিতে পারবে কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ, দেশের হাজার হাজার সরকারি নিবন্ধিত কিন্ডারগার্টেন ও স্বীকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরীক্ষার আওতার বাইরে রাখা হয়েছে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতোমধ্যেই সিরাজগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, যশোরসহ বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবি স্পষ্ট—শিক্ষার অধিকার সবার জন্য সমান হওয়া উচিত, কোনো শিশুকে তার প্রতিষ্ঠানের নাম বা শ্রেণি দিয়ে বঞ্চিত করা যাবে না।
এর ধারাবাহিকতায় আজ (সোমবার) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাউস-উর- রহমান আইডিয়াল স্কুল ও গাউস-ফিরোজ ইসলামিক স্কুলের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করে। অবিলম্বে তাদের দাবী মেনে না নিলে শিক্ষার্থী ও অভিভাবকগণ আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়। কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীদের অংশ গ্রহনের মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
গাউস-উর- রহমান আইডিয়াল স্কুল ও গাউস-ফিরোজ ইসলামিক স্কুল আয়োজিত ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধণে বক্তব্য রাখেন অধ্যক্ষ গাউস-উর- রহমান, ফিরোজ আহমেদ,মর্জিনা আক্তার প্রমুখ।
সান