প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে
প্রকাশ : 2021-05-28 10:11:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) ট্রাইব্যুনালের আইটি এক্সপার্ট খন্দকার মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৫ মে রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ায় জেয়াদ আল মালুমকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তবে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।
প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ট্রাইব্যুনাল গঠনের শুরু থেকেই জেয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা।