প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা, ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশ : 2021-12-10 20:16:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা, ইউপি সদস্য গ্রেফতার

বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের মামলায় স্থানীয় ইউপি সদস্য কাউছার চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী এলাকা থেকে কাউছারকে গ্রেফতার করা হয়। এর আগে নির্যাতিত প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য কাউছারসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। গ্রেফতার কাউছার চৌধুরী মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান বলেন, নির্যাতিতা ওই নারী বাদী হয়ে ইউপি সদস্য কাউছার চৌধুরীসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী ইউপি সদস্য কাউছার চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এবিষয়ে পুলিশ আরও তদন্ত করবে। তদন্তে অন্য কারও অপরাধ পেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতা পড়িয়ে মারধর ও নির্যাতন করেন ইউপি সদস্য কাউছার চৌধুরী ও স্থানীয় প্রভাবশালীরা।ঘটনার পরে লোক লজ্জার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় ওই নারী। বুধবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা নাগাত নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। এলাকায় আলোচনার সৃষ্টি হয়। এঘটনা শোনার পর মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তখন ওই নারীর সাক্ষাত পাননি এই কর্মকর্তাগণ।