প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাউনিয়ায় দিনব্যাপী কর্মশালা

প্রকাশ : 2022-06-20 19:41:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাউনিয়ায় দিনব্যাপী কর্মশালা

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২০জুন) দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে টিপু মুন্শি অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রংপুর মোঃ আসিব আহসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন। দিনব্যাপী ওই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান আজাদ। কর্মশালায় বিষয় ভিত্তিক উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান প্রমূখ। কর্মশালায় ১০টি গ্রুপে বিভক্ত হয়ে ৫০জন অংশ গ্রহণকারী প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে গ্রæপ ভিত্তিক আলোচনা ও সুপারিশ রাখেন।