প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাত পেতে মেহেরপুর থেকে পদযাত্রা শুরু করলেন পারভেজ

প্রকাশ : 2022-10-03 18:51:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাত পেতে মেহেরপুর থেকে পদযাত্রা শুরু করলেন পারভেজ

মেহেরপুর পৌর শহরের মুখার্জি পাড়ার বাসিন্দা মাসুম পারভেজ বাবুল প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সাহায্য পেয়ে দির্ঘ সুচিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। এখন তিনি কৃতজ্ঞগতা প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাতের জন্য মেহেরপুর প্রেসক্লাব থেকে পদযাত্রা শুরু করেন। সোমবার সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করেন। মাসুম পারভেজ বাবুল পৌর শহরের মুর্খাজি পাড়ার আব্দুর রবের ছেলে। 

বাবুল এসময় বলেন, দির্ঘ ১০ বছর ধরে পেটের অসুখে ভুগছিলাম। জেলা ও আশেপাশের জেলার অনেক চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে রোগ সারানো যায়নি। ২০১৯ সালে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সাহায্য ও সুচিকিৎসা ব্যবস্থা করা হয়। এর পর থেকে আমি সুস্থ্য হয়ে উঠি। যখন চিকিৎসারত ছিলাম তখনি মনে মনে ওয়াদা করেছিলাম যে সুস্থ্য হলে পায়ে হেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাক্ষাতের জন্য বের হবো। এখন আমি পুরোপুরি সুস্থ্য। সেকারণে ওয়াদা ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পদযাত্রা শুরু করলাম।

 এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, তিনি বলেন, মেহেরপুর থেকে পায়ে হেটে কেউ প্রধানমন্ত্রীকে শুধুমাত্র কৃজ্ঞগতা প্রকাশ করতে যাবেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। পায়ে হেটে মেহেরপুর থেকে ঢাকা যেতে প্রায় ৩০০ কিলোমিটর যেতে হবে তাকে। পথে গণমাধ্যম কর্মীদের সঙ্গে স্বাক্ষাত করবেন। মেহেরপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে মাসুম পারভেজ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিকার অর্থে প্রশংসা করতে হয়। এই ভার্চুয়াল সমাজে মানুষ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়না। পারভেজের এই পদযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের ধরন পরিবর্তন হতে শুরু করবে। 

মাসুম পারভেজের বাবা আব্দুর রব বলেন, আমার ছেলে মাসুম দির্ঘদিন অসুস্থ্য ছিলেন। তার চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়েছে। তখনি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের চেষ্টায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে স্কয়ার হাসপাতালে মাসুমের চিকিৎসা করার ব্যবস্থা করা হয়। এর পর থেকে মাসুম সুস্থ্য হয়। তখনি মাসুম প্রতিজ্ঞা করেন সুস্থ্য হয়ে সে পায়ে হেটে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে। সে সুস্থ স্বাভাবিক ভাবে ফিরে আসে তার জন্য তার বাবা ও পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেন।