প্রথমবারের মতো বাইরে ঘুরতে গিয়ে ফিরতে হল লাশ হয়ে

প্রকাশ : 2025-04-24 13:34:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রথমবারের মতো বাইরে ঘুরতে গিয়ে ফিরতে হল লাশ হয়ে

পরিবারের সাথে প্রথমবারের মত ভ্রমণ করতে গিয়েছিলেন কাশ্মীর । কিন্তু ছেলে ও স্ত্রীর চোখের সামনেই খুন হতে হল মঞ্জুনাথ রাওয়ের।

আমার ছেলে ওদের বলেছিল- বাবাকে তোমরা মেরে ফেললে, আমাদের দুজনকেও মেরে ফেলো। তখন আমি ওদের বলেছিলাম, আমাকেও গুলি করো।কিন্তু ওরা বলল- না, তোমাদের মারব না। মোদিকে গিয়ে সব বলো।

এই কথাগুলো বলছিলেন পল্লবী রাও, যার স্বামী মঞ্জুনাথ রাও ভারত-শাসিত কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারের ওই হামলার পর সংবাদমাধ্যম টিভি নাইনে দেওয়া সাক্ষাৎকারে এমন হৃদয়বিদারক অভিজ্ঞতা জানান তিনি।

ঘটনার সময় পল্লবী ও তাদের ছেলে অভিজয়ের সামনেই বন্দুকধারীরা মঞ্জুনাথ রাওকে গুলি করে হত্যা করে। পরিবারটি বেড়াতে এসেছিল দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। মঞ্জুনাথ রাও ছিলেন পেশাদার ব্যবসায়ী। 

রাওয়ের বোন রূপা সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে চারটার দিকে আমার ভাইয়ের এক বন্ধু ফোন করে বলেছিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সংবাদমাধ্যম থেকেই জানতে পারি সে মারা গেছে।

রূপা বলেন, এটাই ছিল ভাইয়ের প্রথম কাশ্মির ভ্রমণ। এর আগে বাইরে কোথাও ঘুরতে যায়নি। আমার ননদ ও ভাইপোর ছুটি থাকায় সবাই মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিল।

হামলাটি ঘটে পহেলগামের একটি পাহাড়ি পর্যটন স্পটে, যা মূল শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

 

সা/ই