প্রত্যাশার আলোর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউনিয়ায় হোটেল-রিক্সা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশ : 2021-05-04 19:20:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রত্যাশার আলোর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউনিয়ায় হোটেল-রিক্সা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ

রংপুরের কাউনিয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা ৬ষ্ঠ বর্ষ পেরিয়ে ৭ম বর্ষে পদার্পন করায় মঙ্গবার বিকালে রেজিষ্ট্রি অফিস মাঠে প্রত্যাশার আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে অসহায় ২০জন হোটেল শ্রমিক ও রিক্সা শ্রমিকের মাঝে বস্ত্র ও অনুদান প্রদান করা হয়।

হোটেল শ্রমিক ও রিক্সা শ্রমিকের মাঝে বস্ত্র ও অনুদান প্রদান করেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, ইন্সপেক্টার তদন্ত সেলিমুর রহমান, আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক দিলদার আলী, সভানেত্রী যুব মহিলালীগ হাসনা পারভিন মুক্তি, আমসা এর সাবেক সভাপতি সাব্বির হোসেন, ছাত্রলীগ নেতা সুজিৎ কুমার, সাংবাদিক জহির রায়হান, আনোয়ার প্রমূখ। প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল বৈশ্বিক মহামারী করানা ২য় ঢেউয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।