প্রতিপক্ষের হামলায় মাগুরায় আওয়ামী লীগ কর্মী খুন

প্রকাশ : 2023-02-05 13:55:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রতিপক্ষের হামলায় মাগুরায় আওয়ামী লীগ কর্মী খুন

মাগুরা সদর উপজেলায় সামাজিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।

নিহত জায়েদ জোয়াদ্দার (৫০) সদরের হাজিপুর ইউনিয়নের মসিয়ার জোয়াদ্দারের ছেলে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজাহারুল হক আখরোট জানান, জায়েদ জোয়াদ্দার হাজীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তার সঙ্গে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরজু মোল্লা ও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য তাহাজ্জত হোসেনের  দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলছিল।

বিজ্ঞাপন

“এ বিরোধের জের ধরে শনিবার বিকেলে স্থানীয় মাঠে নিজ জমিতে সার বোনার সময় প্রতিপক্ষ আরজু মোল্লা ও তাহাজ্জত মেম্বরের লোকজন সংঘবদ্ধ হয়ে জায়েদ জোয়াদ্দারের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ও পায়ের রগ কেটে দেয়।”

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠনো হয়। ঢাকায় যাওয়ার পথে কারণে রোববার ভোররাতে তার মৃত্যু হয়।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা পক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।