প্রকাশ পেলো অঞ্জন দত্তের আত্মজীবনী 'অঞ্জন নিয়ে'

প্রকাশ : 2026-01-18 16:54:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রকাশ পেলো অঞ্জন দত্তের আত্মজীবনী 'অঞ্জন নিয়ে'

অভিনয় ও গানের জগতে খ্যাতির আলো ছড়িয়ে দুই বাংলার মানুষের কাছে তিনি পরিচিত দশকের পর দশক ধরে। সময়ের স্রোতে নির্দেশনার পথেও হেঁটেছেন। তিনি অঞ্জন দত্ত। জীবনের রঙ-বেরঙের নানা সময় আর বাঁকবদলের গল্প এবার তিনি বন্দি করেছে দুই মলাটে।

এসেছে অঞ্জনের আত্মজীবনী; বইয়ের শিরোনাম ‘অঞ্জন নিয়ে’।সোমবার অঞ্জন দত্তের ৭৩তম জন্মবার্ষিকী। জন্মদিনের আগে গেল বৃহস্পতিবার তিনি প্রকাশ করেছেন ‘অঞ্জন নিয়ে’ বইটি।কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। যেখানে অভিনেত্রী অপর্ণা সেনসহ উপস্থিত ছিলেন অনেকে। বইটি প্রকাশ করেছে দে’জ প্রকাশনী।

দে’জ প্রকাশনীর প্রকাশ করা একটি ভিডিও নিজের ফেইসবুকে পোস্ট করেছেন অঞ্জন দত্ত।সেখানে নিজের জীবনী লেখার পেছনের গল্প জানিয়ে অঞ্জন বলেন, "আমি সবার প্রতি খুবই কৃতজ্ঞ বইটি প্রকাশ করতে পেরে, আমাকে একজন প্রায় পাঁচ বছর আগে বলেছিল যে আপনার স্মৃতিকথাগুলো লিখুন, আপনি এত কিছু করেছেন এগুলো লিখে রাখুন।

"আমি লিখতে চাইনি প্রথম দিকে। তারপরের বছরও তিনি আবার বললেন, আত্মকথা লিখুন। আমি বললাম, 'না আরেকটা গল্প লিখি'। এই করতে করতে তিন বছর হয়ে গেল তখন আমার মনে হল একটা মানুষ এতবার বলছেন, দেখি বইটা লিখেই ফেলি।"

বইটি নিয়ে অঞ্জন বলেন, “আমার মনে হয় কেউ যদি নিজের কথা লেখে সেখানে সত্যি কথা বলতে হবে। সব সত্যি। লিখতে গেলে সৎ হতে হয়। তাই আমি চেষ্টা করেছি যতটা পারি সত্যি লিখতে। ৭২ বছর শেষে ৭৩ এ পড়ব। এই বয়সে আত্মজীবনী লেখার কথা মনে হয়েছে। তার কারণ, আমার মনে হয়েছে যে এই সময়ের পরে হলে আর আমি পারব না। পরে হয়ত অনেক সেন্টিমেন্টাল হয়ে পড়ব, আমার সেন্স অব হিউমার কমে যাবে, বেশি কথা বলে ফেলব। সে কারণে মনে হয়েছে, এটাই উপযুক্ত সময়।"

বই প্রকাশনা অনুষ্ঠানে অঞ্জন দত্তকে নিয়ে অভিনেত্রী অপর্ণা সেন কথা বলতে গিয়ে ‘বিপাকে পড়েন’।তিনি বলেন, "অঞ্জনের সম্বন্ধে দুই কথায় কিছু বলা খুব মুশকিল কারণ এরকম বহুমুখী প্রতিভা দেখা যায় না। অঞ্জন কী করেননি সেটা আঙুলে গোনা বেশি সহজ। অঞ্জনের এই বইটি নিয়ে আমার আগ্রহ হচ্ছে, আমি জানবো কত কি সে করেছে। অঞ্জনের সম্বন্ধে যারা জানতে চান তারা সবাই এটা পড়ে জানতে পারবেন।"

আশির দশকের শুরুতে চলচ্চিত্রকার মৃণাল সেনের মাধ্যমে সিনেমার দুনিয়ায় যাতায়াত শুরু করা অভিনেতা অঞ্জন দত্তের ঝুলিতে আছে ২৭টির বেশি সিনেমা।অভিনয়ের বাইরে নব্বইয়ের শুরু থেকে টানা গানে ডুবে আছেন অঞ্জন। কেবল অ্যালবাম নয়, ঢাকা-কলকাতাসহ বিভিন্ন শহরে কনসার্ট করে চলেছেন।

গানের সঙ্গে ১৯৯৮ সাল থেকে সিনেমাও বানাচ্ছেন অঞ্জন। এছাড়া ওটিটিতেও তার পদার্পণ হয়েছে কয়েক বছর আগেই। পাশাপাশি পুরোদমে চলছে অভিনয়।