প্রকাশ্যে দিবালোকে মাদকসেবীর হাতে স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু, গণপিটুনিতে মাদকসেবী নিহত
প্রকাশ : 2021-06-12 19:51:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর জাদুখালী বটগাছ মোড় এলাকায় প্রকাশ্যে দিবালোকে মাদকসেবীর হাতে স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু, স্থানীয় গ্রামবাসীর গণপিটুনিতে মাদকসেবী নিহত।
নিহতরা হলেন- মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের রফিকুল ইসলাম কেরু মিয়ার ছেলে সাইদুর ইসলাম (৩২) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম মনি (৩০)। জানা গেছে সাইদুর ইসলাম মুজিব নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
শনিবার বেলা সোয়া ১১ টার দিকে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের জাদুখালী নদীর পাড়ের বটগাছ মোড়ে এই হত্যাকান্ড ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান মনিরুল ইসলাম মনি জাদুখালী নদীর পাড়ের বটগাছের নিচে বসে গাঁজা সেবক করছিলেন। এসময় সাইদুর তাকে গাঁজা সেবক করতে নিষেধ করেন। এনিয়ে মনি ও সাইদুর উত্তেজিত হয়ে পড়লে মনি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দেশীয় অস্ত্র হাঁসুয়া (হেসু) দিয়ে সাইদুরকে গলায় কোপ দিলে সাইদুর পানি পানি করে মাটিতে লুটিয়ে পড়ে, ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়।
এসময় মনি সাইদুরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত স্থানীয় গ্রামবাসী তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মনিরুল ইসলাম মনি নিহত হয়। খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপর এসএম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেমসহ পুলিশের একাধিকদল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া মেহেরপুর জেলা প্রশাসক ড. মোঃ মনসুর আলম খান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মেহেরপুর পুলিশ সুপার এস. এম মুরাদ আলী জানান, ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে সেই সাথে সিআইডির একটি টিম কাজ করছে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মনি একজন মাদকসেবী তার নামে মুজিবনগর থানায় মাদক মামলা আছে। প্রকৃত অর্থে কি ঘটেছিল তা বিস্তারিত ঘটনা তদন্তের মাধ্যমে উদঘাটিত হবে।