পেন্টাগন গ্রুপ সাইন্সের উদ্যোগে গাবতলীতে রিটেইলার সমাবেশ ও মতবিনিময় সভা
প্রকাশ : 2022-11-11 19:03:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শুক্রবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুরে পেন্টাগন গ্রুপ সাইন্সের উদ্যোগে রিটেইলার সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মের্সাস সাজেদা ট্রের্ডাসের আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেন্টাগন গ্রুপ সাইন্স লিঃ ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ বাবলুর রহমান। মের্সাস সাজেদা ট্রের্ডাসের প্রোঃ আলহাজ¦ জহুরুল ইসলাম রতনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামেশ্বরপুর ্ইউপির চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, পেন্টাগন গ্রুপ সাইন্সের পরিচালক কৃষিবিদ মোকতাদিউর রহমান উজ্জ্বল, আরএসএম আনিসুর রহমান আনিস। আরো বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন সুজন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান আরিফ, এমও মিজানুর রহমান, সুরুজ উদিদ্দন সহ রিটেইলারবৃন্দ প্রমূখ। শেষে রিটেইলারদের মাঝে শুভেচ্ছা উপহার ও পুরস্কার বিতরন করা হয়। এরপূর্বে অতিথিবৃন্দ রামেশ^রপুর বাজারে মের্সাস সাজেদা ট্রের্ডাসের একটি অঙ্গ প্রতিষ্ঠান পেন্টাগন গ্রæপ সাইন্স এর রিটেইলার সেল্স সেন্টার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।