পুলিশী অভিযানে ৩ সক্রিয় চোর গ্রেফতার

প্রকাশ : 2022-05-16 20:20:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পুলিশী অভিযানে ৩ সক্রিয় চোর গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে খোরশেদ আলম (৪৬), বিপ্লব হোসেন (২২), রুবেল হোসেন (২৫) নামের চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝ গ্রাম এলাকার তালেব আলীর ছেলে খোরশেদ আলম একই এলাকার খোরশেদ আলমের ছেলে বিপ্লব হোসেন ও একই উপজেলার ভস্কুর এলাকার রশিদের ছেলে রুবেল হোসেন। 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলমের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু থানায় মাদকদ্রব্য আইনে ১টি ও নওগাঁ সদর থানায় আরও একটি চুরির মামলা আছে। অন্য ২ জনের বিরুদ্ধে সোমবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় চুরির মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, সান্তাহার রেলওয়ে থানাধীন সকল রেলওয়ে স্টেশনে মাদক, চোর, পকেটমারসহ সকল অপরাধ দমনে আমরা বদ্ধ পরিকর।