পুঠিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আলী রায়হানের কবর জিয়ারত

প্রকাশ : 2025-11-22 16:48:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পুঠিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আলী রায়হানের কবর জিয়ারত

জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর শহীদ আলী রায়হানের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীরা। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামেতে কবর জিয়ারত করতে যান তারা। এছাড়া আলী রায়হানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তার বাসায় যান। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েমকে দেখে আপ্লুত হয়ে পড়েন শহীদ আলী রায়হানের মা রোকসানা বিবি। সাদিক কায়েমের মাথায় তিনি হাত বুলিয়েও দেন। এ সময় আলী রায়হানের বাবা মো: মুসলেম উদ্দিনের সঙ্গে আলাপচারিতা হয়। তারা পরিবারের সদস্যদের ধৈর্যধারণের অনুরোধ জানান। এবং নেতাকর্মীরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন। কান্নার রোল পড়ে যায় তাদের মাঝে। তারা আলী রায়হানের আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস দান কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন,শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি,জামাত নেতা মোসলেম আলী,শহিদুর জামান মীর তপন,ডাবলু প্রমুখ। উল্লেখ্য,জুলাই অভ্যুত্থানে শহীদ আলী রায়হান ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে ছাত্রলীগ, পুলিশ ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ বাহিনীর যৌথ হামলায় মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ৮ আগস্ট তিনি মারা যান। শহীদ আলী রায়হান ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক ছিলেন।#