পুকু‌রে ভে‌সে উঠ‌ছে মরা মাছ, বিষ প্রয়োগ করার অ‌ভি‌যোগ ভুক্ত‌ভোগীর

প্রকাশ : 2022-02-23 18:36:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পুকু‌রে ভে‌সে উঠ‌ছে মরা মাছ, বিষ প্রয়োগ করার অ‌ভি‌যোগ ভুক্ত‌ভোগীর

মাদারীপু‌রের শিবচ‌রের কা‌দিরপু‌রে এক‌টি পুকু‌রের মাছ ম‌রে ভে‌সে উঠ‌ছে। বুধবার সকা‌লে কা‌দিরপুর ইউ‌নিয়‌নের তা‌হের ফ‌কি‌রের কা‌ন্দি গ্রা‌মের খা‌লেক শ‌নির প‌ুকুর‌টি‌তে সিলভার কার্প, সৌল, সরপু‌টি, রুই,  কাতলসহ প্রায় ১০ প্রকার মাছ ম‌রে ভে‌সে উঠে। রা‌তের আধা‌রে পুকু‌রে বিষ প্রয়োগ করা হ‌য়ে‌ছে ব‌লে ভুক্ত‌ভোগী অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, আজ বুধবার (২৩ ফেব্রুয়ারী) খুব সকা‌লে খা‌লেক শ‌নির পুকু‌রে মৃত ও অর্ধ মৃত মাছ ভে‌সে উঠ‌তে দে‌খে এলাকাবাসী। প‌রে ভ‌ক্ত‌ভোগী খা‌লেক শ‌নিকে খবর দেয় এলাকাবাসী। ভে‌সে ওঠা কিছু মাছ ফু‌লে ভে‌সে ও‌ঠে‌ছে। কেবা কারা ওই পুকু‌রে বিষ বা কিটনাশকজাতীয় পদার্থ ছি‌টি‌য়ে‌ছে ব‌লে এলাকাবাসীর ধারনা। প‌ুকুর‌টি‌তে সিলভার কার্প, সৌল, সরপু‌টি, রুই,  কাতলসহ প্রায় ৪ লক্ষ টাকার মাছ ছিল। 

ভ‌ুক্ত‌ভোগী খা‌লেক শ‌নি জানান, সকা‌লে প্রতি‌বেশীরা আমা‌কে খবর দি‌লে আ‌মি পুকুর পা‌ড়ে এ‌সে দে‌খি মাছ ম‌রে ম‌রে ভে‌সে উঠ‌ছে। প‌ুকুর‌টি‌তে প্রায় ৪ লক্ষ টাকার মাছ ছিল। রা‌তের আধা‌রে কেবা কারা আমার এই পুকু‌রে বিষ জাতীয় কিছু ছি‌টি‌য়ে‌ছে। 

শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ মিরাজ হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়। এঘটনায় ক্ষ‌তিগ্রস্ত কেউ এখনও থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌নি।  অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।