পীরগাছা হাইস্কুলে ফুটবল খেলায় পুরস্কার বিতরণ

প্রকাশ : 2023-12-16 09:50:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পীরগাছা হাইস্কুলে ফুটবল খেলায় পুরস্কার বিতরণ

শুক্রবার বগুড়ার গাবতলী পীরগাছা হাইস্কুল আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ২০১৯ইং বনাম ২০২১ইং ব্যাচ ফাইনাল খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ গোলে এসএসসি ২০১৯ইং কে হারিয়ে ২০২১ইং ব্যাচ চ্যাম্পিয়ন হন। সমাজসেবক আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান নান্নু এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান সহকারী ও সাবেকপাড়া নওরোজ ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বাদশা।এরপূর্বে খেলা উদ্ধোধন করেন সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ক্রীড়াবিদ মাঈনুল হক সাবলু। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মশিউর রহমান রাজু, প্রধান উপদেষ্ঠা ছিলেন আলহাজ¦ মাহমুদুল হাসান মিঠু খান। বরেণ্য অতিথি ছিলেন উজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, আজিজুল হাকিম, সাইদুল ইসলাম, জিহাদ আকন্দ, রবিউল ইসলাম ভুট্টা, রনি শাহ, আহসান, ওমর, পলাশ, কায়েস, আশিক, নিরব, সূর্য্যে, রাব্বী, রকি  প্রমূখ। খেলায় ধারা ভাষ্যকর ছিলেন মুসা মিয়া। খেলা শেষে প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা’কে সাবেকপাড়া নওরোজ ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এরপর প্রধান অতিথি শফিকুল ইসলাম বাদশা বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন। ফুটবল টুর্নামেন্ট পীরগাছা বন্ধু একাদশ এর আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেকপাড়া নওরোজ ক্লাব।