পীরগাছা উচ্চ বিদ্যালয়ে আন্তঃব্যাচ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
প্রকাশ : 2023-10-06 19:22:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার গাবতলী পীরগাছা উচ্চ বিদ্যালয়ে আন্তঃ ব্যাচ ফুটবল টুর্ণামেন্ট হাইস্কুল মাঠে শুক্রবার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী ও সাবেকপাড়া নওরোজ ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বাদশা। সমাজসেবক আব্দুর রহমান নান্নু’র সভাপতিত্ত্বে খেলা উদ্বোধন করেন সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক সাবলু।
পীরগাছা বন্ধু একাদশ এর আমন্ত্রনে এসময় উপস্থিত ছিলেন খেলার প্রধান উপদেষ্টা ও সাবেকপাড়া নওরোজ ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুফল, প্রধান পৃষ্টপোষক মশিউর রশিদ রাজু, প্রধান সমš^য়ক ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাকিং পীরগাছা শাখার পরিচালক উজ্জল হোসেন, সমাজসেবক রনজু আহম্মেদ সাদ্দাম, স্থানীয় রফিকুল ইসলাম, আব্দুল রশিদ, এম এএইচ রাসেল, ফিরোজ আহম্মেদ, আল আমিন, শফিকুল ইসলাম, ওমর ফারুক, পলাশ আহম্মেদ, সাব্বির হাসান, সৌমিক আহম্মেদ, জিয়াদ হাসান, সুমন মিয়া সহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমূখ। খেলায় পীরগাছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ইং এর ব্যাচ বনাম ২০২০ইং এর ব্যাচ অংশ নেন।
ই