পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
প্রকাশ : 2025-04-24 11:22:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

সব নাগরিকের অধিকার সুরক্ষায় সাংবিধানিক নিশ্চয়তা বজায় রাখা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্থায়ী মিশন জানায়, সচিব আব্দুল খালেক তার বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ফোরামকে অবহিত করেছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থার উপরও আলোচনা করেন, যা মূলত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণের বিধান অনুসারে পরিচালিত হয়।
তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতির জন্য সরকারের অব্যাহত আর্থিক সহায়তা এবং বরাদ্দের উপরও জোর দেন। বাংলাদেশের বিবৃতিতে জাতিগত সম্প্রদায় ও সম্প্রদায়ের অনন্য স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, ঐতিহ্য রক্ষা এবং প্রচারের জন্য বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
‘বহুপাক্ষিক ও আঞ্চলিক ব্যবস্থা জুড়ে আদিবাসী জনগোষ্ঠীর কাজ এবং অংশগ্রহণের অর্থায়ন’ শীর্ষক বিষয়ভিত্তিক সংলাপে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রতিনিধিদল বহুপাক্ষিক ও আঞ্চলিক ব্যবস্থায় তাদের অর্থবহ অংশগ্রহণের গুরুত্ব স্বীকার করে। একই সঙ্গে জাতিসংঘের প্রতিষ্ঠিত অনুশীলন এবং পদ্ধতিগুলোকে সম্মান করার গুরুত্বও বাংলাদেশ প্রতিনিধিদল জোর দেয়।
বাংলাদেশের প্রতিনিধিদলটিতে ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং সমতল ভূমি উভয়ের জাতিগত সম্প্রদায়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠক শেষ হবে আগামী ২ মে।
সা/ই