পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

প্রকাশ : 2022-04-21 10:39:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বলা হয়েছে, সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির পারমাণবিক অস্ত্রাগারে এটি নতুন সংযোজন।

এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এটি মস্কোর শত্রুদের চিন্তা করার মতো কিছু দেবে। নতুন ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ কৌশলগত এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে। এটি সব ধরনের আধুনিক অ্যান্টি-মিসাইল সিস্টেমের বিরুদ্ধে কার্যকর। পৃথিবীতে এর সমকক্ষ অস্ত্র নেই এবং দীর্ঘ সময় আসবেও না।

রাশিয়ার উত্তরপূর্বে অবস্থিত প্লেসেটস্ক থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং তা ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যে আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য মতে, এ ধরনের প্রতিটি ক্ষেপণাস্ত্রে ১০ বা তারও বেশি ওয়ারহেড যুক্ত করে রাশিয়া মোতায়েন করবে বলে মনে করা হচ্ছে।