পাটাভোগ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও সভাপতিদের সাথে মতবিনিময় সভা
প্রকাশ : 2022-02-17 18:53:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার সকাল সারে ৯ টায় পাটাভোগ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে পাটাভোগ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও সভাপতিবৃন্দদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক,শ্রীনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, উপজেলা এলইজিডি অফিসার মোঃ রাজিউল্লাহ।আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ পাটাভোগ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাএ ছাত্রী। অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবী ছাএ/ ছাত্রীর মাঝে পুরস্কার তুলে দেন।