পাচশত মিটার পাইপ ও দুইটি ড্রেজার মেশিন ধ্বংস
প্রকাশ : 2021-10-20 18:12:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের চানখারকান্দা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইয়ুব আলীর পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করে ও পাচশত মিটার পাইপ ভেঙে বিনিষ্ঠ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
আজ বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিম উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস.এম.মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, অনেকদিন যাবত ঐ ইউনিয়নে এক শ্রেণির বালু ব্যবসায়ি অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। ফসলের জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলনকারী ২টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে ও পাচ শত মিটার পাইপ ভেঙে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।