পাকিস্তানের মেয়েদের ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা
প্রকাশ : 2026-01-23 17:18:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গতকাল পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ৫-১ গোল হেরেছিল বাংলাদেশ। এক দিন না পেরোতেই পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিলো বাংলার মেয়েরা। শুধু প্রতিশোধ নয়, পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সাবিনা খাতুনের দল। পাক মেয়েদের ৯-১ গোলে হারিয়েছেন বাংলাদেশ।
নারী সাফ ফুটসালে ৭ দেশ অংশগ্রহণ করছে। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। সাবিনারা ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে। ভারত চার ম্যাচে ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিনের শেষ ম্যাচে ভারত-ভুটান খেলা ড্র হলে একম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যাবে সাবিনাদের।
প্রথমার্ধেই পাকিস্তানের জালে ছয়বার বল পাঠায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন ও নুসরাত জোড়া গোল করেন। এছাড়া নীলা ও কৃষ্ণা একটি করে গোল করেন।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান এক গোল করলেও আরও তিন গোল হজম করতে হয় তাদের। অধিনায়ক সাবিনা এই অর্ধেও জোড়া গোল করেন। কৃষ্ণা আরেকটি গোল করেন।