পাউসার উচ্চ বিদ্যালয় পুনরায় চালু করার দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

প্রকাশ : 2023-10-25 18:16:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পাউসার উচ্চ বিদ্যালয় পুনরায় চালু করার দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

মুন্সিগঞ্জ সিরাজদিখানে  বন্ধ পাউসার উচ্চ বিদ্যালয় পুনরায় চালু করার দাবিতে উপজেলার শেখরনগরের মধ্য পাউশারে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় উপজেলা –পাউশার গ্রামের যুবসমাজের উদ্যোগে আবুল স্টোরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন,চিত্রকোট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাফর খান,পাউসার যুবসমাজ কমিটির সভাপতি জাবেদ খান, ব্যাবসায়ী আব্দুল মালেক, যব নেতা মোঃ জাহিদ মৃধা, ব্যাবসায়ী মন্টু মন্ডল  প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৫ সালে সিরাজদিখানে পাউসার উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। ১৯৯৬ সালে প্রধান শিক্ষক, জমি দাতা ও পরিচালনা পর্ষদের  ত্রিমুখী অন্তদন্দে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।