পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক কাউনিয়ায় স্থায়ী কমিটির সভা

প্রকাশ : 2022-03-14 19:28:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক কাউনিয়ায় স্থায়ী কমিটির সভা

কাউনিয়ায় পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক স্থায়ী কমিটির সভা সোমবার মহিলা ভাইস চেয়ারম্যানের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য ও টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সদস্য ও ভুতছাড়া একতা সংঘের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আফসানা জাহান প্রমূখ। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় দপ্তরের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা সহ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভুমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।