পল্টন-গুলিস্তান তীব্র যানজট, সড়কের এক পাশ বন্ধ

প্রকাশ : 2024-11-10 16:15:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পল্টন-গুলিস্তান তীব্র যানজট,  সড়কের এক পাশ বন্ধ

রাজধানীতে প্রতিনিয়ত যানজটের ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এর মধ্যে যদি কোনও রাজনৈতিক সভা-সমাবেশ, আন্দোলন, বিক্ষোভ থাকে তাহলে সেদিন স্থবির হয়ে পড়ে রাজধানীর রাস্তাগুলো। সেই সঙ্গে মানুষের ভোগান্তি মাত্রা ছাড়িয়ে যায়।

রবিবার (১০ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে গুলিস্তান জিরো পয়েন্টে সকাল থেকে গণজমায়েত হয়ে কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফলে গুলিস্তান জিরো পয়েন্টের আশেপাশে ও রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

দুপুরে সরেজমিনে দেখা গেছে, পল্টন থেকে গুলিস্তানের দিকে একপাশে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে আছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় যাত্রাপথের মানুষজন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন পয়েন্টে, শাহবাগ, মৎস্যভবন, প্রেসক্লাবের দিকেও যানবাহন জ্যামে আটকে থাকতে দেখা গেছে।

মগবাজার থেকে গুলিস্তান অভিমুখী যাত্রী তানভির হাসান বলেন, ‘বাসে উঠেছিলাম। জ্যামের কারণে পল্টন মোড়ের আগেই গাড়ি থেকে নেমে গেলাম। এরপর হাঁটা শুরু করেছি।’

এদিকে গুলিস্তান থেকে পল্টন পর্যন্ত রাস্তার এক পাশ বন্ধ থাকলেও অন্য পাশে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক সদস্যরা কাজ করছেন।

গুলিস্তানে দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট জানান, গণজমায়েতের জন্য সড়কের একপাশ বন্ধ রাখা হয়েছে। অন্য রাস্তায় গাড়ির চাপ থাকলেও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

কা/আ