পরীক্ষা ভালো না হওয়ায় ছাত্রীর আত্মহত্যা
প্রকাশ : 2022-09-18 10:35:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এসএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্রের পরীক্ষা ভালো না হওয়ায় খুলনা নগরীতে ১৬ বছরের এক ছাত্রী গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ছাত্রীর চাচা জানান, মধ্যপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল সে। বাংলা প্রথমপত্রের পরীক্ষা ভালো না হওয়ায় হতাশায় ভুগছিল। শনিবার সন্ধ্যায় শোবার ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে বাড়ির লোকজন দেখতে পান। তাৎক্ষণিক তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য ওই ছাত্রীর মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।