পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে ক্লাসের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা
প্রকাশ : 2021-10-23 15:05:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি মাসে ক্লাসের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। তবে করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে ক্লাসের সংখ্যা বাড়ানোর চিন্তা করব।’
এ সময় তিনি সাম্প্রদায়িক সহিংসতার কথা উল্লেখ করে বলেন, ‘অশুভ শক্তি যতই সঙ্ঘবদ্ধ হোক না কেন আমরা একজোট থাকলে কখনোই তারা সফল হবে না। যেমন একাত্তরেও হতে পারেনি, তেমনি এখনো হতে পারবে না।’
শনিবার চাঁদপুর বাবুরহাট এলাকায় পল্লী বিদ্যুতের নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।