পরিবেশ রক্ষায় আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: দেলোয়ার

প্রকাশ : 2023-09-06 16:49:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পরিবেশ রক্ষায় আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: দেলোয়ার

বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দীয় কমিটির সম্পাদক দেলোয়ার হোসেন বলেছেন,পরিবেশ রক্ষায় বৃক্ষের যে ভূমিকা রয়েছে তাকে আরো বেশি প্রসারিত করতে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী,  আমাদের স্বপ্নের ঠিকানা, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বৃক্ষরোপন চলছে। পরিবেশ দরদী হিসেবে শেখ হাসিনা বিশ্বের অগ্রসেনানী। 

আজ বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মালপদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি কর্তক সমগ্র বাংলাদেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে মধ্যপাড়া মালপদিয়ায় বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম শেখের সভাপতিত্বে ও  মধ্যপাড়া যুবলীগ সাধারণ সম্পাদক হারুণ অর রশিদের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর,সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রজমান রিপন, সিরাজদিখান থানা ওসি মোঃ মুজাহিদুল ইসলাম সুমন,মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লৎফর রহমান,মধ্যপাড়া ইউনিযন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।