পরমতসহিষ্ণুতা আমাদের সমাজে খুব দরকারঃ শিক্ষামন্ত্রী
প্রকাশ : 2022-10-08 19:52:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পরমত সহিষ্ণুতা আমাদের সমাজে খুব দরকার বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাতটায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের আবৃত্তির প্রবাদ পুরুষ শিমুল মোস্তফার একক আবৃত্তি পরিবেশন যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়।
বৈকুন্ঠ আবৃত্তি একাডেমি আয়োজিত শিমুলের পাঠশালা ও জেএএফ গ্রুপের সহযোগিতায় ইউথ গ্লোবাল ফাউন্ডেশন নিবেদিত শিমুল মূস্তাফার একক আবৃত্তি পরিবেশনা " যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়" সুধীজনের উপস্থিতিতে শুক্রবারের সন্ধ্যাটি হয়ে উঠেছিল ঝলমলে ও উপভোগ্য।
শিমুল মোস্তফার একক আবৃত্তি পরিবেশন মানেই আবৃত্তি অঙ্গনে আনন্দ উৎসব। বৈকুন্ঠের ভেতরে-বাইরে সাজ সাজ রব। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন "যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড় "।
অন্যান্য বারের চেয়ে ভিন্ন কারণে এবারের অনুষ্ঠানটি ছিল একটু বেশি তাৎপর্যপূর্ণ। এবারেই প্রথমবারের মতো দেওয়া শুরু হলো সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বৈকুণ্ঠ একাডেমির পক্ষ থেকে পদক প্রদান।
প্রথমবারের মতো বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমী প্রদান করল সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী আসাদুজ্জামান নূর এম.পি কে আজীবন সম্মাননা পদক, সাংস্কৃতিক আন্দোলনের তারুণ্যের কান্ডারী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তিশিল্পী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক, আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ কে শব্দ সারথি পদক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইউথ গ্লোবাল ফাউন্ডেশন এর চীফ পেট্রন এবং চেয়ারম্যান সিমা হামিদকে বৈকুন্ঠ সম্মাননা পদক।
আসাদুজ্জামান নূর এম,পির পক্ষে পদক গ্রহণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং সিমা হামিদের পক্ষে পদক গ্রহণ করেন আফসানা হিলালী।এসময় আসাদুজ্জামান নূর এম.পি এক ভিডিও বার্তায় বৈকুন্ঠ একাডেমির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্মাননা পদক তুলে দেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
অতিথিদের মঞ্চে আসন গ্রহণ ও উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকলকে উত্তরীয় পরিয়ে দেন বৈকুন্ঠ একাডেমির সভাপতি শিমুল মুস্তাফা।অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে বৈকুন্ঠ আবৃত্তি একাডেমি ও শিমুলের পাঠশালার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিমুল মুস্তাফা।
এরপর জাতীয় সংগীতের পর শুরু হয় আবৃত্তি পরিবেশনা। একে একে পরিবেশন করেন অনবদ্য কবিতা ' দেখি বাংলার মুখ ' কেউ কথা রাখেনি, মনে পড়ে রুবি রায়, প্রথমত আমি তোমাকে চাই সহ আরো বেশ কিছু কবিতা। হুমায়ূন আজাদের 'আমাদের মা' কবিতার চমৎকার পরিবেশনের মধ্যদিয়ে শেষ হয় তার আবৃত্তির ঝংকার৷
এসময় বাঁশিবাদক কামরুলের বাঁশির সুর আর শিমুল মুস্তাফার পরিবেশনায় উপস্থিত দর্শক আবেগে আপ্লুত হয়ে পড়েন।শিক্ষামন্ত্রী পুরো সময় জুড়ে অনুষ্ঠানটি উপভোগ করেন। এসময় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ববর্গ, সাংবাদিকগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।পুরো হলজুড়ে ছিল দর্শক শ্রোতােদর উপস্থিতি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহিনূর মুমু।