পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ : 2024-03-27 18:55:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে কে.আই ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ও যুব সংঘ ক্লাবের আয়োজনে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকাল দশটায় পাঁচখোলা পাকা মসজিদ এলাকায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন।
এ সময় হাসান মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কে.আই ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কে.আই ডিজিটাল হাসপাতালের সহ-পরিচালক ডা. ফখরুল হাসান ফরহাদ ও প্রশাসনিক কর্মকর্তা তৌকির হাসান সোহেল।
এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন, সহ-পরিচালক কাজী আরিফুল ইসলাম, মাহমুদা আক্তার লিপি, রাশেদুল ইসলাম মিথুন, মো.ইমরান মাতুব্বর, পর্যবেক্ষক আলা-আমিন, কে.এম হাসানুল বান্না, ইকবাল হোসাইন, ল্যাব টেকনিশিয়ান আশরাফুল ইসলাম নিসাত, সুমাইয়া আক্তার প্রমুখ।