পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শিবগঞ্জ থানা পুলিশের বর্ণাঢ্য আনন্দ র্যালী
প্রকাশ : 2022-06-25 12:46:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
“আমার টাকায় আমার সেতু ” বাংলাদেশের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বগুড়া শিবগঞ্জ থানা পুলিশ এক বর্ণাঢ্য র্যালী বের করে। শনিবার সকাল ১০ টায় শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভীর হাসান এর নেতৃত্বে অনুষ্ঠিত। র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, থানা পুলিশ পরিদর্শক হাসমত উল্লাহ, এসআই বীরাঙ্গ, এসআই নাজমুল, এসআই জিল্লুর রহমানসহ থানা পুলিশগণ।পরে থানা সভাকক্ষে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হয়।